পানামা পেপারস কাণ্ডে আজই ইডির সামনে হাজিরা দিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। সেদিনই সংসদে ‘ব্যক্তিগত বিষয়ে মন্তব্যের’ জন্য কেন্দ্রের শাসক দলকে ‘অভিশাপ’ দিলেন ঐশ্বর্যের শাশুড়ি তথা সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। বললেন, ‘আপনাদের খারাপ দিন শুরু হবে। আমি অভিশাপ দিচ্ছি।’
সোমবার রাজ্যসভার মাদক (সংশোধনী) বিলের বিষয়ে আলোচনার সময় ১২ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা নিয়ে বিজেপি সরকারকে তোপ দাগেন জয়া। সেই সময় রাজ্যসভায় সভাপতিত্ব করছিলেন ভুবনেশ্বর কলিতা। তিনি জানান, সংশোধনী বিলের বিষয়ে কিছু বলতে চাইলে জয়া বলতে পারেন। এটা ‘লড়াইয়ের’ সঠিক জায়গা নয়। তারইমধ্যে বিজেপি সাংসদদের সঙ্গে তরজায় জড়িয়ে পড়েন জয়া। সেই সময় জয়া বলে ওঠেন, ‘তাঁরা কীভাবে ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করতে পারেন? যাঁরা বাইরে বসে আসেন, তাঁদের প্রতি কোনও সম্মান নেই আপনাদের।’
যদিও কোন ‘ব্যক্তিগত বিষয়ে’ মন্তব্য উড়ে এসেছিল, সে বিষয়ে কিছু জানাননি জয়া। সংসদের বাইরে তিনি বলেন, ‘আমি কারও ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করতে চাই না। ওঁরা যা বলেছেন, তা দুর্ভাগ্যজনক। ওঁরা যেভাবে কথা বলেছেন, সেভাবে কথা বলা উচিত হয়নি। সেজন্য আমি অত্যন্ত হতাশ হয়ে পড়েছিলাম।’ তবে কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, উত্তরপ্রদেশের এক বিজেপি সাংসদ জয়াকে বলেছিলেন, ‘সিনেমা চলছে না। নাটক করছেন কেন?’
উল্লেখ্য, পানামা পেপারস কাণ্ডে সোমবার নয়াদিল্লিতে ইডির দফতরে হাজিরা দেন জয়ার পূত্রবধূ ঐশ্বর্য। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের (ফেমা আইন) আওতায় তাঁকে তলব করা হয়। যে মামলায় আগেও দু’বার সমন পাঠানো হয়েছিল ঐশ্বর্যকে। কিন্তু সেই সময় ব্যক্তিগত কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন বচ্চন পরিবারের পূত্রবধূ।
বিএ