সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৯ অপরাহ্ন

‘সবার পাউরুটিতে বাটার লাগানোটা আমার কাজ নয়’,

ক্রীড়া প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১

অশ্বিনের পাল্টা জবাব দিতে গিয়ে কিছুটা কটাক্ষের সুরেই রবি শাস্ত্রী বলেছেন, ‘সবার পাউরুটিতে মাখন লাগানোটা আমার কাজ নয়। প্রকৃত তথ্য প্রকাশ করা আমার কর্তব্যের মধ্যেই পড়ে।’

সম্প্রতি ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীকে নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। যা নিয়ে চলছে তীব্র বিতর্ক। এ বার সেই বিতর্কে মুখ খুললেন রবি শাস্ত্রী। অশ্বিনের সঙ্গে যা ঘটেছিল, তার জন্য কোনও অনুশোচনা নয়। অশ্বিনের খারাপ লাগার অনুভূতিকে গুরুত্ব না দিয়ে, বরং কটাক্ষ করলেন রবি শাস্ত্রী।

রবি শাস্ত্রী যখন কোচ ছিলেন, সেই সময়ে রবিচন্দ্রন অশ্বিনকে সবচেয়ে বেশি বঞ্চিত হতে হয়েছিল বলে দাবি করেছেন স্বয়ং তারকা অফ-স্পিনার। এক ক্রিকেট ওয়েবসাইটকে সাক্ষাৎকার দিতে গিয়ে অশ্বিন ২০১৯ অস্ট্রেলিয়া সফরের কথা টেনে এনেছেন। আসলে সেই সফরের সিডনি টেস্টে কুলদীপ যাদব পাঁচ উইকেট পাওয়ার পর শাস্ত্রী বলে দিয়েছিলেন, এর পর থেকে বিদেশে ভারতের এক নম্বর স্পিনার কুলদীপই হবেন। যা শোনার পর স্তব্ধ হয়ে গিয়েছিলেন অশ্বিন। সেই প্রসঙ্গ টেনে অশ্বিন বলেছেন, ‘আমাদের শেখানো হয়, সতীর্থের সাফল্যে আনন্দ করতে। কুলদীপের জন্য আমার ভালো লাগছিল। কুলদীপের জন্য,

টিমের জন্য অসম্ভব ভালো লাগছিল। কারণ, তার আগে কখনও অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতিনি আমরা। কিন্তু টিমের সাফল্যে আনন্দ পেতে আগে নিজেকে বোঝাতে হয় যে, আমিও টিমের অংশ। যদি আমার মনে হয়, কেউ আমাকে বাস চাপা দিয়ে দিয়েছে, কী করে টিমের সাফল্যে আনন্দ পাব? রবি ভাইকে আমি শ্রদ্ধা করি। সম্মান করি। কিন্তু সে দিন এই কথাটা শুনে মনে হয়েছিল, আমাকে কেউ থেঁতলে দিয়েছে।’

এর পাল্টা উত্তর দিতে গিয়ে অশ্বিনকে কিছুটা যেন কটাক্ষই করে বসলেন রবি শাস্ত্রী। ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাক্ষাৎকার দিতে গিয়ে শাস্ত্রী বলেন, ‘অশ্বিন সিডনি টেস্টে খেলেনি। কুলদীপ দারুণ বোলিং করেছিল। তাই কুলদীপের আরও সুযোগ পাওয়া উচিত ছিল। যদি এটা অশ্বিনকে আঘাত দিয়ে থাকে। তাহলে আমি খুশি। কারণ আমি চেয়েছিলাম ও আলাদা কিছু করুক। সবার পাউরুটিতে মাখন লাগানোটা আমার কাজ নয়। প্রকৃত তথ্য প্রকাশ করা আমার কর্তব্যের মধ্যেই পড়ে।’ এখানেই থেমে থাকেননি

ভারতের প্রাক্তন কোচ। তিনি আরও বলেছেন, ‘যদি কোচ তোমাকে চ্যালেঞ্জ করে, তাহলে তুমি কী করবে? বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে বলবে, আমি আর ফিরে আসতে পারব না? ক্রিকেটার হলে আমি কোচের চ্যালেঞ্জ নিয়ে ভুল প্রমাণ করতে উঠেপড়ে লাগতাম। যদি আমার বক্তব্য অশ্বিনকে আঘাত দিয়ে থাকে, তাহলে আমি খুশি। এতে ওঁকে আলাদা কিছু করতে হয়েছিল পরবর্তীতে।’

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..