অধিনায়ক কাইরন পোলার্ডকে ছাড়াই পাকিস্তান সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। সম্প্রতি এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। তার বদলে নিকলাস পুরান ক্যারিবিয়দের নেতৃত্ব দেবেন টি-টোয়েন্টি ফরম্যাটে। আর এক দিনের ক্রিকেটে দলের দায়িত্ব দেওয়া হয়েছে শেই হোপকে।
এইবারই প্রথম উইন্ডিজ দলের অধিনায়কত্ব পেলেন হোপ। পাকিস্তানের মাটিতে তার জন্য বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ, যেখানে বর্তমানে তার দল আছে অষ্টম অবস্থানে, নয় ম্যাচ খেলে জিতেছে মাত্র চারটি ম্যাচে; যদিও পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশের কীর্তি যদি গড়তে পারে দলটি, তাহলে আবার উঠে আসবে তৃতীয় অবস্থানে।
সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট পেয়েছিলেন তিনি। হ্যামস্ট্রিংয়ের সেই চোট কাটিয়ে তিনি আর ফিরতে পারেননি এই সিরিজে। পাকিস্তান সিরিজের দুই ফরম্যাটে তার বদলি হিসেবে নেওয়া হয়েছে দুইজনকে। টি-টোয়েন্টিতে তার বদলে ঢুকেছেন রভম্যান পাওয়েল। আর ওয়ানডে ফরম্যাটে তার ফাঁকা জায়গায় ঢুকেছেন উইকেটরক্ষক-ব্যাটার ডেভন থমাস।
পাকিস্তানের মাটিতে ছয়টি ম্যাচ খেলবে উইন্ডিজ। সবক’টিই হবে করাচিরতে। প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ১৩ ডিসেম্বর। আর শেষ ওয়ানডেটা অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।
ওদিকে পোলার্ডের মাঠে ফেরার লড়াই চলবে ক্যারিবীয় দ্বীপে। বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছে বিষয়টি। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে তার পুনর্বাসন চালিয়ে যাওয়া হবে। আগামী জানুয়ারিতে ইউরোপীয় এই দুই দল ক্যারিবীয় দ্বীপ সফরে যাবে।
ওয়ানডে স্কোয়াড: শেই হোপ (অধিনায়ক), নিকলাস পুরান (সহ-অধিনায়ক), ড্যারেন ব্রাভো, শামারা ব্রুকস, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আকিল হোসেইন, আলজারি জোসেফ, গুদাকেশ মতি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র, ডেভন থমাস।
টি-টোয়েন্টি স্কোয়াড: নিকলাস পুরান (অধিনায়ক), শেই হোপ (সহ-অধিনায়ক), ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, শেলডন কটরেল, ডমিনিক ড্রেকস, আকেল হোসেইন, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মতি, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ, ওডেন স্মিথ হেইডেন ওয়ালশ জুনিয়র, রভম্যান পাওয়েল।
বিএ