আলেকজান্ডার, কালিগুলা, নিরো, সাবারনারোলা অথবা মুসোলিনির এক দুর্বল ও বনসাই সংস্করণ হলো আমার প্রবন্ধের চরিত্র ফ্রিডরিক এর পৌত্র। ফ্রিডরিক একাধারে নাপিত, বিচারক, ইতিহাসের অন্যতম সফল ঠাকুরদাদা এবং ফ্যামিলি ম্যান; অন্যদিকে তিনি যৌনপল্লীর কারবারি, মিথ্যাবাদী, তোষামোদকারী এবং অন্যের জমি দখলকারী। নাপিত ফ্রিডরিকের জীবন কাহিনী অনেক সময় মনে হবে কল্পকাহিনী আবার কখনও কখনও মনে হবে ফ্রিডরিকের মতো তথাকথিত সফল লোকেরা আমাদের সামনেই ঘুরে বেড়াচ্ছে।