আগের ড্রতে পিএসজির প্রতিপক্ষ ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তাতে আবারও একটি মেসি-রোনালদো দ্বৈরথ দেখার অপেক্ষায় ছিলেন সমর্থকরা। এবার ওই প্রতিপক্ষ গেছে বদলে। নতুন প্রতিপক্ষ মেসির এক সময়ের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ।
সোমবার বাংলাদেশ সময় ছয়টায় অনুষ্ঠিত হয় প্রথম ড্র। কিন্তু টেকনিক্যাল ভুলের কারণ দেখিয়ে সেটি বাতিল করে ইউয়েফা। এরপর আবার বাংলাদেশ সময় রাত আটটায় ড্র অনুষ্ঠিত হয়েছে। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচগুলো হবে ১৪, ১৫, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি। ৭, ৮, ১৪ ও ১৫ মার্চ হবে দ্বিতীয় লেগ।
কী ভুল করেছে ইউয়েফা?
সবকিছু ঠিকঠাক ছিল রিয়াল মাদ্রিদ-বেনফিকার ড্র পর্যন্ত। কিন্তু এরপরই ঝামেলা তৈরি হয়। ভিয়ারিয়ালের প্রতিপক্ষ হিসেবে পট থেকে ম্যান ইউনাইটেডের নাম তোলা হয়েছিল। কিন্তু গ্রুপ পর্বে দুই দল একই গ্রুপে ছিল, তাই হিসাবে এটি আসার কথা নয়।
আবার অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ হিসেবে পটে ম্যানচেস্টার সিটির নাম থাকার কথা ছিল। কিন্তু পরে ইউয়েফা নিশ্চিত করেছে, সেটি ছিল না। তাই আবারও অনুষ্ঠিত হবে ড্র।
নতুন ড্রয়ে শেষ ষোলোয় কে কার প্রতিপক্ষ
বায়ার্ন মিউনিখ- সালজবুর্গ
ম্যানচেস্টার সিটি- স্পোর্টিং লিসবন
আয়াক্স-বেনফিকা
লিল-চেলসি
ম্যানচেস্টার ইউনাইটেড-অ্যাটলেটিকো
জুভেন্টাস-ভিয়ারিয়াল
লিভারপুল-ইন্টার মিলান
রিয়াল মাদ্রিদ-পিএসজি
বিএ