শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:২২ অপরাহ্ন

মহাদেবপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

নওগাঁর মহাদেবপুরে বজ্রপাতে সুজাদ হোসেন (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বুজরকান্তপুর নামাপাড়া গ্রামের চান্দু মন্ডলের ছেলে।

এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুপুর দেড়টায় সুজাদ পাশের আজুল গ্রামের মাঠে ধানের ক্ষেতে কাজ করছিলেন। এসময় বৃষ্টিপাতের সাথে প্রচন্ড শব্দে বজ্রপাত হলে তিনি মারাত্মক আহত হন। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান জানান, বিষয়টি তিনি শুনেছেন। নিয়মানুযায়ী নিহতের পরিবারে সরকারি সহায়তা দেয়া হবে বলেও তিনি জানান।

বিএ/

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..