নওগাঁর মহাদেবপুরে বজ্রপাতে সুজাদ হোসেন (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বুজরকান্তপুর নামাপাড়া গ্রামের চান্দু মন্ডলের ছেলে।
এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুপুর দেড়টায় সুজাদ পাশের আজুল গ্রামের মাঠে ধানের ক্ষেতে কাজ করছিলেন। এসময় বৃষ্টিপাতের সাথে প্রচন্ড শব্দে বজ্রপাত হলে তিনি মারাত্মক আহত হন। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান জানান, বিষয়টি তিনি শুনেছেন। নিয়মানুযায়ী নিহতের পরিবারে সরকারি সহায়তা দেয়া হবে বলেও তিনি জানান।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল :[email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০
Copyright © 2024 Onusandhan. All rights reserved.