দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে জনসাধারণের সাথে শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে গণসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রয়াত সাবেক এমপি এ্যাড. তাজুল ইসলাম ফারুক এর কন্যা তানজিমা সারমিন মুনি।
এসময় তিনি দুই উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ কালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরেন ও নৌকাকে বিজয়ের লক্ষ্যে লিফলেট বিতরন করেন।
রোববার (১০ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধারাত পর্যন্ত দুই উপজেলার বাজার- জনসমাগমস্থান, দোকানপাট ও ব্যবসা-প্রতিষ্ঠান ছাড়াও সর্বস্তরের জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি আওয়ামীলীগ সরকারের বহুমুখী উন্নয়ন-সফলতার চিত্র তুলে ধরেণ। উন্নয়ন এবং অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হবে। সেইসাথে দেশের সমৃদ্ধি অর্জনে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ শেষে পুঠিয়া উপজেলার ধোকড়াকুল বাজারে সংক্ষিপ্ত পথসভায় তানজিমা সারমিন মুনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সাথে আজীবন জড়িয়ে থাকবে বঙ্গবন্ধুর নাম। তিনি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্বির স্বপ্ন দেখেছেন, তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থয়ানে পদ্মা সেতু নির্মান করে বিশ্ববাসীকে দেখিয়েছেন আমরাও পারি। মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বির্নিমানে ব্যাপক পরিকল্পনা গ্রহন করেছেন। এদেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকা প্রতীকে সকলের কাছে ভোট চান।
তিনি বলেন, সাবেক এমপি প্রয়াত এ্যাড: তাজুল ইসলাম ফারুক আমার বাবা। তিনি আওয়ামী লীগের দু:সময়ের একজন ত্যাগী নেতা ছিলেন। আমার বড় ভাই বদরুল ইসলাম তাপস মারা গেছেন গত মাসে। বড় ভাই জেলা আওয়ামী লীগের রাজনীতি করতেন।
মুনি বলেন, আমার প্রয়াত বাবাকে পুঠিয়া-দুর্গাপুরের মানুষ এখনো এত ভালবাসেন তাই আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। এই আসনের মানুষ আমার বাবাকে অনেক ভালবাসতেন। সেই ভালবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী দ্বাদশ নির্বাচনে আমি আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে সুযোগ দিলে আমি মানুষের কল্যাণে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।
এসময় দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কবিরুল ইসলাম আনিস, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, ঝালুকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সাইদুর রহমান, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, ছাত্রলীগ নেতা নওশাদসহ তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএ/