সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১২ অপরাহ্ন

বেগম খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকে নিতে হবে: মিনু

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশের কোথাও নেই। এমনকি ভারত বা সিঙ্গাপুরেও নেই। তার চিকিৎসা শুধুমাত্র পৃথিবীর কয়েকটি জায়গায় আছে। তাকে হত্যার উদ্দেশ্যে আটকে রাখা হয়েছে। বেগম খালেদা জিয়ার কিছু হলে এই দায় সরকারকে নিতে হবে।শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ চাঁদসহ রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মিজানুর রহমান মিনু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অবস্থা, জানি না কিছুক্ষণ পরে কী খবর পাব। তবে এর কারণে বাংলাদেশে যা কিছু হোক তার জন্য সরকারকে দায় দায়িত্ব নিতে হবে। আমরা বীরের জাতি। আমাদের হাজার হাজার বছর ধরে কেউ মাথা নত করাতে পারেনি, আর পারবেও না। আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ‘উই আর রেডি’।

সংবাদ সম্মেলনে রাজশাহী রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুল হক মন্টু ,ওয়ালিউল হক রানা, জয়নাল আবেদিন শিবলীসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএ/

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..