নওগাঁর রাণীনগরে নিখোঁজের সাড়ে তিন মাসেও মোছা. চন্দ্র বেগম নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্ধান মেলেনি।
গত ৩০ জানুয়ারি উপজেলার পশ্চিম গোবিন্দপুর এলাকা থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজের সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না পাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন পরিবার।
মানসিক প্রতিবন্ধী চন্দ্র বেগমের বাড়ি উপজেলার গোনা ইউপির পশ্চিম গোবিন্দপুর গ্রামে। তিনি মৃত মফিজ প্রামাণিকের মেয়ে।
চন্দ্র’র ভগ্নিপতি আশরাফুল ইসলাম বাচ্চু জানান, দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করেও তাকে সুস্থ করা সম্ভব হয়নি। দিন দিন তিনি মানসিক প্রতিবন্ধী হয়ে পড়েন। হঠাৎ করে ৩০ জানুয়ারি নিজ বাড়ি থেকে পরিবারের সবার অজান্তে তিনি নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে আমরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাইনি। এ ঘটনায় রাণীনগর থানায় সাধারণ ডায়েরি করেছি। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, থানায় জিডির প্রেক্ষিতে ঐ মানসিক প্রতিবন্ধী নারীকে খুঁজে বের করার চেষ্টা করছি। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পুলিশ তাকে খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিএ