সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন

দুর্গাপুরে জমি-জমা বিরোধ নিয়ে বসতবাড়ি ভাঙ্চুর

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

রাজশাহীর দুর্গাপুরে জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের দাওকান্দি গ্রামে।

জানাগেছে, দুর্গাপুর উপজেলার দাওকান্দি মৌজার জেএল নং ০১ আর এস খতিয়ান ২৯৮ দাগ নং ৭২২/ ৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল ওয়ারিশদের মধ্যে।

মৃত বারিক মোল্যাহ ও মৃত আজিজ মোল্যাহ ওয়ারিশ গনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে মামলাও হয়। পরে আদালত গত ২০/১২/ ২০২২ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষের মধ্যে স্ব অবস্থানে থাকার নির্দেশ দেন।

আদালতের নির্দেশ অমান্য করে শুক্রবার সকালে বারিক মোল্লার ওয়ারিশ রুপালী বেগমের বাড়িতে ভাঙচুর চালায় প্রতিপক্ষ শামসুন্নাহারের ভাই-ভাতিজারা।

তারা জোরপূর্বক ঘরে ডুকে এবং বাড়ি-ঘরে ব্যাপক ভাঙচুর চালায়। রুপালি বেগম ও তার মায়ের চিৎকার চেচামেচি শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা সেখান থেকে চলে যায়।

ভুক্তভোগি রুপালি বেগম সাংবাদিকদের বলেন, আমার বাবার জায়গা-জমি ও বসত ঘর জোরপূর্বক দখল করার জন্য অনেক দিন ধরে শামসুন্নাহারের পক্ষে তানভির, মনো, মোস্তাকিন তুষারসহ ৫/৬ জন দখলের চেষ্টা চালিয়ে আসছে। এবং তার সাথে বাড়ির সীমানা নির্ধারণ সংক্রান্ত বিরোধের জেরে ঘটনার দিন সকালে জোরপূর্বক আমার বাড়িতে ডুকে বসত ঘরসহ বাড়ির আঙ্গিনা ব্যাপক ভাঙ্চুর চালায় ।

আমার চিৎকার চেচা-মেচি শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা চলে যায়। যাওয়ার সময় আমাকে প্রাননাশের হুমকি দিয়ে যায়। পরে জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে ঘটনাটি জানায়।

অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করার চেষ্টা করেও অভিযুক্তদের কাউকেই পাওয়া যায়নি।

তবে স্থানীয় গ্রামবাসী এ ঘটনার সত্যতা স্বীকার করেন।

এ বিষয়ে জয়নগর ইউনিয়নের বিট পুলিশিংয়ের চলতি দায়িত্বে থাকা (এএসআই) তরুন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন সামাজিক ভাবে বিচার শালিশের মাধ্যমে বিষয়টি নিস্পত্তি করার জন্য উভয় পক্ষের মধ্যে মিটিয়ে নিতে সিদ্ধান্ত হয়েছিল।

জমি সংক্রান্ত বিষয় নিয়ে উভয় পক্ষের আদালতে মামলা চলমান রয়েছে। এঘনায় এখনো কেও থানায় অভিযোগ করেনি, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বিএ/

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..