সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন

ঘুষের বিনিময়ে নারী মাদক ব্যবসায়ীকে ছেড়ে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

রাজশাহী মহানগরীর পঞ্চবটি এলাকার চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী মিলি (৩২) কে আটক করার পর মোটা অংকের টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে বোয়ালিয়া মডেল থানার পুলিশ অভিযোগ উঠেছে ।

সোমবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে নারী মাদক ব্যবসায়ীকে আটক করার পর মোটা অংকের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন এলাকাবাসী।

চিহ্নিত একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করার পর ছেড়ে দেওয়ার ঘটনায় সাধারণ মানুষের পুলিশের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এই তথ্য নিশ্চিত করে এলাকার একটি সুত্র খবর২৪ ঘন্টাকে জানান, রাজশাহী মহানগরীর পঞ্চবটি এলাকায়় রাত্রি সাড়ে ৯ টার দিকে নিজ বাড়ি থেকে নারী মাদক ব্যবসায়ী ডালিমের স্ত্রী মিলি কে দুই প্যাকেট ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) প্রতাপ কুমার রায়। আটকের কিছুক্ষণ পর দরকষাকষির এক পর্যায়ে ১ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে মাদক ব্যবসায়ী মিলিকে ছেড়ে দেওয়া হয়।

মিলিকে ছেড়ে দেওয়ার বিষয়ে পুলিশের এসআই প্রতাপ কুমার রায় খবর২৪ঘন্টাকে বলেন, সামনা-সামনি কথা বলি আসেন। আমি আপনার জন্য থানার বাইরে অপেক্ষা করছি।

এব্যাপারে জানতে উর্ধতন কর্মকর্তারা মুঠোফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ডালিম ও তার স্ত্রী মিলি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে যাচ্ছে।
বিএ/

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..