নোয়াখালীর সদর উপজেলায় তাসনিয়া হোসেন অদিতা (১৪) নামের এক স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে নোয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ।
এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মী নারায়ণপুর এলাকায় আবুল খায়ের পেশকারের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তাসনিয়া হোসেন অদিতা মৃত রিয়াজ হোসেনের মেয়ে।
নিহত অদিতার মা রাজিয়া সুলতানা রুবি বলেন, বাসায় অদিতা একাই ছিল। সন্ধ্যার পর প্রাইভেট থেকে বাসায় এসে বাইরে থেকে তালা দেখতে পান। জানালার কাচ ভেঙে খাটের ওপর মেয়েকে অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দরজা ভেঙে অদিতার গলাকাটা ও হাতের রগকাটা মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, এলাকার কিছু বখাটে দীর্ঘদিন ধরে অদিতাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। এ বিষয়ে একাধিকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়। গত কয়েকদিন ধরে অদিতাকে ধর্ষণ করবে বলে বাড়ির সামনে এসে তাকে হুমকি দিত কয়েকজন। তিনি ঘরে না থাকার সুবাদে কেউ ঘরে প্রবেশ করে অদিতাকে ধর্ষণ করে গলা ও হাতের রগ কেটে হত্যা করে ঘরে লুটপাট করেছে।
নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আকরামুল হাসান বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অদিতাকে ধর্ষণের পর গলা ও হাতের রগ কেটে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিএ/