সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১০ অপরাহ্ন

টিলা ধসে একই পরিবারের ছয়জন নিহত

সিলেট প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ৬ জুন, ২০২২

সিলেটের জৈন্তাপুর উপজেলায় টিলা ধসের ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়ায় টিলা ধসে ছয়টি সবতবাড়ি বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (৬ জুন) ভোরে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি পূর্ব সাতজনি গ্রামে টিলা ধসে একই পরিবারের ছয়জন নিহত হয়েছে।

টিলাধসে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ। তিনি বলেন, নিহতরা হলেন, জাবেদ আহমদ, তার স্ত্রী, সন্তান ও তার ভাবি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে টানা বৃষ্টিপাতের ফলে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়ায় টিলা ধসে ছয়টি বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এতে ছয়টি বাড়ির ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..