যশোরের বেনাপোলের সীমান্ত এলাকা সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ বাবা ও ছেলেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।
সোমবার (২৩ মে) ভোরের দিকে বেনাপোল বিজিবি সদস্য ও বন্দর থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সাদিপুর গ্রামের মানিক মণ্ডলের ছেলে মো. শাহ জামাল কালু ও তার ছেলে সোহেল আহমেদ।
বিজিবি জানায়, বিপুল পরিমাণ অস্ত্রের একটি চালান সাদিপুর গ্রামের একটি বাড়িতে মজুদ করছে বলে খবর পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি-পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে শাহ জামাল কালুর বাড়ি থেকে ৫টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, বেনাপোলের সীমান্তবর্তী সাদিপুর গ্রামে পুলিশ-বিজিবি অভিযান চালিয়ে ৫টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ বাবা ও ছেলেকে আটক করা হয়েছে। অবৈধভাবে অস্ত্র রাখার অপরাধে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
বিএ