সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন

বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। রংপুরের মিঠাপুকুর  উপজেলার জায়গির ভাবনা ফিলিং স্টেশনের কাছে শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা হাসপাতাল ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তথ্য নিশ্চিত করেছেন বড়দরগা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জাহান আলী।

তিনি বলেন, ‘নিহতদের পরিচয় মেলেনি। তবে, তাদের মধ্যে একজন বাসের যাত্রী, অন্যজন ট্রাকের চালক।

ওসি শাহজান আলী জানান, মা এন্টারপ্রাইজের একটি বাস রাতে ঢাকা থেকে ফিরছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দ্জুন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

যাত্রীদের বরাতে ওসি বলেন, ‘বাসের চালক সম্ভবত ঘুমঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন, এ কারণে বাসটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। বাসটি দুমড়েমুচড়ে গেছে।’

ওসি শাহজাহান আলী বলেন, ‘নিহতদের মরদেহ বগদরগা হাইওয়ে ফাঁড়িতে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..