বুধবার ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা নিয়ে কটাক্ষ মমতার। তিনি বললেন, ছবিতে যা দেখায় তা সত্যি না, বিশ্বাস করবেন নাৃ
সিনেমার সাথে রাজনৈতিক রং লাগা কোনও নতুন ঘটনা নয়। তবে, বলিউডের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’কে ‘বিজেপির ছবি’ হিসেবে তকমা সেঁটে দিয়েছে সোশ্যাল মিডিয়ার বড় একটা অংশ। এদিকে বিজেপিশাসিত রাজ্যগুলিতেও সিনেমাটি করমুক্ত করা হয়েছে। আবার বিরোধি দলের রাজনৈতিক নেতাদের ‘কাশ্মীর ফাইলস’ নিয়ে বড় দাঙ্গা লেগে যেতে পারে। যদিও এসবের মাঝে হলমুখী দর্শক। যত দিন যাচ্ছে, টিকিট বিক্রি যেন আরও বাড়ছে।
বুধবার ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার নাম না করেই কটাক্ষ করতে দেখা গেল মমতাকে। নিজস্ব ঢঙে বার্তা দিলেন তিনি ছবি নিয়ে। বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেট বক্তৃতায় বললেন, ‘কেউ সিনেমা দেখতে যাবে না। ভাইরাল ভিডিয়োও দেখবেন না। সিনেমায় যা দেখায় তা কখনোই সত্যি নয়। তাই সেগুলো বিশ্বাস করবেন না। এগুলো সব বানানো। সিনেমা সিনেমাই। কোনও দিন সত্যি হবে না।’
আরও বলতে শোনা যায় তাঁকে, ‘ওদের আসলে অনেক টাকা, তাই টাকা খরচ করে এসব বানানয়। দেখবেন না। বিশ্বাসও করবেন না।’
প্রসঙ্গত, বলিউডের বেশ কিছু রেকর্ড ভেঙে দিয়েছে বিবেক অগ্বিহোত্রি পরিচালিত এই ছবি। কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল ১৯৯০-র সময়। যা এখনও বড় এক ক্ষত হয়ে দগদগ করছে। সেটাই তুলে ধরা হয়েছে সিনেমায়। এমন অনেক ছবি ভাইরাল হয়েছে যেখানে দর্শক হল থেকে কাঁদতে কাঁদতে বের হচ্ছে। ছবিচে মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী জোশির মতো অভিনেতাদের দেখা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ছবির প্রশংসায় জানিয়েছেন, এই সিনেমা সবার দেখা উচিত।
বিএ