সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮ অপরাহ্ন

কাশ্মীর ফাইলস নিয়ে একহাত নিলেন কঙ্গনা

বিনোদন প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২

গত শুক্রবারই বড় পরদায় মুক্তি পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে তৈরি এই সিনেমা নিয়ে বাহবা করে চলেছে দর্শক থেকে শুরু করে চলচ্চিত্র সমালোচকরা। রবিবার এই সিনেমার প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় কঙ্গনাকেও। সঙ্গে বলিউডের অভ্যন্তরে এই সিনেমা নিয়ে ‘নিস্তব্ধতা’ কেন তা নিয়েও প্রশ্ন তোলেন। কঙ্গনার দাবি, অনেক বাঘা বাঘা পরিচালকই আসলে ভয় পেয়ে গিয়েছে ছবির এমন সাফল্য দেখে।

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে কঙ্গনা তাঁর ইনস্টা স্টোরিতে লেখেন, ‘আপনারাও নিশ্চয়ই খেয়াল করেছেন দ্য কাশ্মীর ফাইলস সিনেমা নিয়ে বলিউডের নিস্তব্ধতা। ছবিটি শুধু ভালো ব্যবসা করছে না, এক দুর্দান্ত বিষয় উপহার দিয়েছে। ছবির বাজেট ও ছবি থেকে আয় নিসন্দেহে একটা বড় কেস স্টাডি হতে চলেছে চলতি বছরের অন্যতম সেরা এই ছবি নিয়ে। সঙ্গে এই ছবিটা বড় বাজেট, এক্সক্লুসিভ শো বা ভিফএক্সের ব্যবহার ছাড়াও যে কোনও ছবি সাফল্য পেতে পারে তাঁর বড় উদাহরণ এটা। সকাল ৬টার শো-ও এক্সক্লুসিভ, এটা যেন ভাবা যায় না।’

এরপরেই কঙ্গনা বলেন, ‘বুলিউড (বলিউডকে এভাবে ব্যঙ্গ করে বলে থাকেন তিনি) আসলে মানসিকভাবে আঘাত পেয়েছে। তাই গোটা দুনিয়া প্রশংসা করছে কিন্তু একটা আওয়াজ আসছে না এদের থেকে।’

প্রসঙ্গত মুক্তির দিনেই ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি ব্যবসা করে ৩.৫ কোটির। আর রবিবার তা বেড়ে দাঁড়ায় ৮.৫ কোটি। অর্থাৎ দু’দিনে ১২ কোটির ব্যবসা করে করোনা পরবর্তী সব রেকর্ড ভেঙে দিয়েছে ছবিটি। এদিকে দেশে মাত্র ৭০০ স্ক্রিনে দেখানো হচ্ছে ছবিটিকে, যেখানে বড় বাজেটের ছবি দেখানো হয় ৩০০০+ স্ক্রিনে।

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..