সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ৩

অনুসন্ধান ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

বাগেরহাটের মোংলায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ৩ বন্ধু নিহত হয়েছেন। চাঁদপাই ইউনিয়নের মৌখালি ব্রিজ এলাকায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোংলা পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের মোর্শেদ সড়কের বাসিন্দা জাহাঙ্গির হোসেনের ছেলে ২৩ বছরের বায়জিদ হোসেন, আব্দুল কুদ্দুসের ছেলে ২২ বছরের জাকারিয়া এবং মোড়েলগঞ্জ উপজেলার মো. আসাদের ছেলে ২৩ বছরের মো. সাকিব।বায়জিদ ও সাকিব সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং জাকারিয়া তাদের বন্ধু ছিলেন। তারা চাঁদপাই মেলা থেকে মোংলায় ফিরছিলেন।  এসব তথ্য নিশ্চিত করেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম।

স্থানীয়দের বরাতে তিনি জানান, মেলা থেকে ফেরার পথে মৌখালি ব্রিজের কাছাকাছি এলাকায় তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে পাশের চিংড়ি ঘেরে পড়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ওসি মনিরুল ইসলাম বলেন, ‘নিহতদের মরদেহ এখনও হাসপাতালেই আছে। এ ঘটনায় আইনি বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..