বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ অপরাহ্ন

মহাদেবপুরে ৪০ দিনের শ্রমিকদের দিয়ে করানো হচ্ছে অন্য প্রকল্পের কাজ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি :
  • আপলোডের সময় : শনিবার, ৫ মার্চ, ২০২২

নওগাঁর মহাদেবপুরে অতিদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির নির্ধারিত শ্রমিকদের দিয়ে করানো হচ্ছে অন্য প্রকল্পের কাজ। সেসব প্রকল্পের জন্য ভিন্নভাবে অর্থ বরাদ্দ থাকলেও সংশ্লিষ্টরা অনৈতিক সুবিধা নিতে শ্রমিকদের সেসব প্রকল্পের কাজে লাগাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন দীর্ঘদিন ধরে চলে আসছে এই কর্মকান্ড।

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে উপজেলার রাইগাঁ ইউনিয়নের কানছকুড়ি এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে নির্মানাধীন আশ্রায়ণ প্রকল্পে কাজ করছেন ৪০ দিনের কর্মসূচিতে নিয়োগ করা শ্রমিকরা। তারা অন্য জায়গা থেকে মাটি এনে ফেলছেন আশ্রায়ণ প্রকল্পের নির্মানাধীন ঘরের মেঝেতে। শ্রমিকদের সরদার ইউনুস আলী জানালেন, তার অধীনে এখানে ৩৮ জন শ্রমিক কাজ করছেন।

এদের মধ্যে জলিল মেম্বারের ২২ জন ও সাদেক মেম্বারের ১৬ জন। মেম্বারদের নির্দেশেই শ্রমিকদের আশ্রায়ন প্রকল্পে কাজ করানো হচ্ছে বলেও তিনি জানান। মেম্বাররা জানান, চেয়ারম্যানের নির্দেশে তারা এটা করছেন। রাইগাঁ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ আরিফুর রহমান জানান, তিনি নতুন মানুষ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নির্দেশে ৪০ দিনের শ্রমিকরা আশ্রায়ণ প্রকল্পে কাজ করছে।

জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন জানান, কানছকুড়ি মৌজায় আশ্রায়ণ প্রকল্পের ১৬টি ইউনিট নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ইউনিটের জন্য ২ লক্ষ ৯ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু মেঝেতে মাটি কাটার জন্য কোন বরাদ্দ নাই। তাছাড়া শ্রমিকদের হাতে এখন কোন কাজ নাই। তাই ৪০ দিনের শ্রমিকদের দিয়ে মাটি কাটানো হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন জানান, ৪০ দিনের শ্রমিকদের দিয়ে যে কোন উন্নয়ন প্রকল্পে কাজ করানো যায়।

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..