শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন

ভোজ্যতেলের কৃত্রিম সংকট: অভিযানে মাঠে নামছে সরকারের ১৪ সংস্থার তদারকি টিম

অনুসন্ধান ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৫ মার্চ, ২০২২

রাজধানীসহ অনেক জেলার বাজার থেকে খোলা সয়াবিন তেল উধাও হয়ে গেছে। অতি মুনাফার লোভে ভোজ্যতেল মজুত করছে এক শ্রেণির মিলার বা বড় বড় কোম্পানি, পাইকারি ও খুচরা বিক্রেতা। কোথাও বোতলজাত পাওয়া গেলেও বিক্রেতারা সরকারের বেঁধে দেওয়া দরে বিক্রি করছেন না। কোথাও কোথাও ১৮০ থেকে ২০০ টাকায় ১ লিটার বিক্রি হচ্ছে ।

সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশও (টিসিবি) গতকাল তাদের নিত্যপণ্যের বাজারদরের প্রতিবেদনে বাজারে খোলা সয়াবিন তেল না পাওয়ার বিষয়টি জানিয়েছে।

পরিস্থিতি সামাল দিতে সাঁড়াশি অভিযানে মাঠে নামছে সরকারের ১৪ সংস্থার তদারকি টিম। কাল রোববার থেকে টিমের সদস্যরা অভিযান কার্যক্রম শুরু করবেন বলে জানা গেছে। সংস্থাগুলো তেলের সরবরাহ, মজুত, পাইকারি ও খুচরা দোকানগুলোতে সংকটের কারণ খতিয়ে দেখবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদারকি টিমসহ মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ, র‌্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও আনসার বাহিনী মাঠে নামবে। এর বাইরে শিল্প মন্ত্রণালয়ের তদারকি টিম, বিএসটিআই, কৃষি মন্ত্রণালয়ের তদারকি টিম, কৃষি বিপণন অধিদপ্তর, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় সিটি করপোরেশন, পৌরসভা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় জেলা ও উপজেলা প্রশাসন বাজার নিয়ন্ত্রণে মাঠে থাকবে।

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..