মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৫ পূর্বাহ্ন

এক সপ্তাহে ইউক্রেন ছেড়েছে ১০ লাখ মানুষ: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি টুইটারে বলেন, প্রতিবেশী দেশগুলিতে তাদের সবাইকে সড়িয়ে নেওয়া হয়েছে। আল জাজিরা

 ফিলিপ্পো গ্র্যান্ডি আরো বলেন, ইউক্রেনে থাকা লাখ লাখ মানুষ রাশিয়াকে বোমা ছোড়া বন্ধ করার অনুরোধ করেছেন। যাতে তাদের জীবনটা বেঁচে যায়।বিসির লুইস গুডাল বলেন, ২০১৫ সালের শরণার্থী সংকটে যুক্ত ছিল ১৩ লাখ মানুষ। ইউক্রেনে মাত্র এক সপ্তাহে সেই সংখ্যা পার করে যাচ্ছে।

 জাতিসংঘ ভবিষ্যদ্বাণী করে জানায়, ইউক্রেনে হামলার ফলে প্রায় এক কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে। সেই সঙ্গে তাদের ত্রাণেরও প্রয়োজন হতে পারে।

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..