মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৬ পূর্বাহ্ন

নিপুণের বিরুদ্ধে আইনি নোটিশ

বিনোদন প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

আদালতের আদেশ অমান্য করে চলচ্চিত্র শিল্প সমিতির সাধারণ সম্পাদকের পদে বসায় অভিনেত্রী নাসরিন আক্তার নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী অভিনেতা জায়েদ খান।

জায়েদ খানের আইনজীবী মো. আব্দুল কাইয়ুম বুধবার এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে আপিল বিভাগ। তাতে স্পষ্ট উল্লেখ আছে, আপাতত পদটি শূন্য থাকবে। যতদিন না আমার মক্কেলের (জায়েদ খান) করা রুলের নিষ্পত্তি হবে। কিন্তু তার আগেই নিপুণ নিজেকে সাধারণ সম্পাদক দাবি করে কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন, যা আদালত অবমাননার শামিল।

নোটিশকারী আইনজীবী আব্দুল কাইয়ুম বলেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের ওপর গত ৯ ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার আদালত যে স্থিতিবস্থা জারি করেছিল, নিপুণ আক্তার সে আদেশ ভঙ্গ করেছেন। তিনি গতকাল লাইভে এসে যেভাবে বক্তব্য দিয়েছেন, তা আদালত অবমাননার শামিল। তাই আদালত অবমাননা করে ওই পদে তাকে না বসার বিষয়ে সতর্ক করে নোটিশ দিয়েছি। এরপরও যদি তিনি ওই পদে বসেন তবে আমরা তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করব।’

শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন ছিল নাটকীয়তায় ভরপুর। গত ২৮ ডিসেম্বর নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী নাম ঘোষণা করা হয় জায়েদ খানের। পরে জায়েদ খানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে আপিল বোর্ডের কাছে তার প্রার্থিতার বৈধতা নিয়ে আপিল করেন নিপুণ।

এফডিসিতে ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সংবাদ সম্মেলনে শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ডের প্রধান সোহানুর রহমান সোহান জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে সাধারণ সম্পাদক পদে নিপুণকে জয়ী ঘোষণা করেন।

পরে জায়েদ খান বিষয়টির বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন। গত ৭ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দেয়। একই সঙ্গে বোর্ডের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করে আদালত।

চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ডের দেয়া সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছে, তার বিরুদ্ধে গত ৮ ফেব্রুয়ারি আপিল করেন চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ।

গত ৯ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতাবস্থা জারি করে।

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..