অভিনয়ে পা না রেখেও যে এত জনপ্রিয়তা পাওয়া যায় তা প্রমাণ করে দিয়েছেন সুহানা খান বলিউডের ‘বাদশা’র রাজকন্যা তিনি। বাবার দৌলতে তো বটেই, সুহানা নিজেও বেশ জানেন কীভাবে লাইমলাইটে থাকতে হয়। শীঘ্রই তিনি অভিষেক করবেন বলিউডে। তবে আপাতত ফ্যাশন সেন্স দিয়েই নেটনাগরিকদের মন জয় করছেন সুহানা।
মূলত নেটমাধ্যমেই বেশি রমরমা সুহানার। বেশ সক্রিয় থাকেন তিনি ইনস্টাগ্রামে। ব্যক্তিগত জীবনের টুকটাক ছবি, ভিডিও শেয়ার করতে থাকেন অনুরাগীদের সঙ্গে। ক্যাজুয়াল পোশাকেই বেশি দেখা যায় সুহানাকে। কিন্তু এবার তিনি যা করলেন তা দেখে সকলেরই চোখ কপালে।
লাল টুকটুকে সিক্যুইনের শাড়ি ব্লাউজে ধরা দিলেন শাহরুখ কন্যা। কানে রূপোলি দুল, কপালে ছোট্ট কালো টিপ। একেবারে ভিন্ন অবতারে ধরা দিয়েছেন সুহানা। ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রাও তারকা সন্তানের দুটি ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টা হ্যান্ডেলে। শানায়া কাপুর, নভ্যা নভেলি নন্দা, মাহিপ কাপুর, ভাবনা পাণ্ডে, আলিয়া ছিব্বা রা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সুহানাকে।
বিএ