মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৪ পূর্বাহ্ন

বাক্সে দুই নবজাতকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের বিপরীতে ফুটপাতের ওপর দুই নবজাতকের মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। একটি বক্সে মরদেহ দুটি পাওয়া যায় বলে জানিয়েছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন।

তিনি বলেন, ‘আমরা ফুটপাতের ওপর পরিত্যক্ত অবস্থায় দুই নবজাতকের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি ময়নাতদন্তের জন্য। তাদের মরদেহ কারা ফেলে গেছে, তা এখনও জানা যায়নি।
‘আলামত হিসেবে ককশিটের বাক্স আর বাচ্চা দুটিকে মুড়িয়ে রাখা কাপড় সংগ্রহ করা হয়েছে।’

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..