রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণে দুজন মারা গেছেন। এদের একজন রাজশাহীর এবং অন্যজন নওগাঁ জেলার বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯ টার মধ্যে তাদের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা সংক্রমণে হাসপাতালের আইসিইউ এবং ২৯/৩০ নং ওয়ার্ডে একজন করে রোগী মারা গেছেন।
মারা যাওয়া দুজনই পুরুষ। এদের একজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। আরেকজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা। এর বাইরে গত এক দিনে হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী মারা যায়নি।
বিএ