মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৩ পূর্বাহ্ন

খালেদা জিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়াতে বিএনপি’র হতাশা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়াতে বিএনপি প্রচন্ড হতাশা হয়েছে এবং বিএনপি তাকে বিদেশ পাঠানোর জন্য দাবি উপস্থাপন করে যে আন্দোলন করেছিল, সভা-সমাবেশ করেছিল সেই আন্দোলনে পানি ঢেলে দিয়েছে ডাক্তাররা। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,

শুক্রবার সরকারি বাসভবনে বাংলাদেশ সম্পাদক ফোরামের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

 বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার দলীয় নেতারা মিথ্যাচার করছে, বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, কারা মিথ্যাচার করছে? ডাক্তাররা বলছেন তিনি অনেকটা সুস্থ। তার যেগুলো সমস্যা আছে, সেগুলো বার্ধক্য জনিত সমস্যা। বার্ধক্য হলে অনেক মানুষের এই সমস্যা গুলো হয় কিন্তু তিনি সুস্থ আছেন।

জেএন

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..