রাজশাহী নগরীর ভদ্রা এলাকায় রেলওয়েকর্মীকে জহুরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা দুর্বৃত্তরা । শুক্রবার দুপুরে রেলের জমিতে ধান লাগানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। নিহত জহুরুল রেলওয়ের পোর্টার পদে পোর্টার পদে আমনুরা স্টেশনে কর্মরত ছিলেন।
হত্যার ঘটনায় মতিয়ারকে আটক করেছে চন্দ্রিমা থানা পুলিশ। চন্দ্রিমা থানা অফিসার ইনচার্জ (ওসি) এমরান হোসেন বলেন, এই ঘটনায় মতিয়ার নামের একজনকে আমাদের হেফাজতে নেয়া হয়েছে। তদন্ত চলছে, তবে হত্যাকাণ্ডের বিষয়ে এখনো কোনো অভিযোগ হাতে পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রেলওয়ে কলোনী থেকে পূর্ব দিকে ঘটনাটি ঘটে।
বিএ