যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি অ্যাপার্টমেন্ট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয় শিশুসহ কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
বার্তা সংস্থা বিবিসি জানায়, রোববার নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকায় ১৯ তলাবিশিষ্টি ভবনটির দ্বিতীয় অথবা তৃতীয় তলায় থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস বিভাগের কমিশনার ড্যানিয়েল নিগরো নিউইয়র্কের এই আগুনকে ‘নজিরবিহীন’ বলে বর্ণনা করেছেন।
কমিশনার নিগরো সাংবাদিকদের বলেন, ‘রোববার স্থানীয় সময় বেলা ১১টায় ভবনের দ্বিতীয় অথবা তৃতীয় তলা থেকে আগুনের সূচনা হয়। মুহূর্তেই ধোঁয়া ভবনের প্রতিটি তলায় ছড়িয়ে পড়ে।
‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রায় দুশ’ কর্মী কাজ করছে। তারা ভবনের সিঁড়ির প্রতিটি তলায় ভিকটিমদের খুঁজে পেয়েছে এবং তাদেরকে উদ্ধার করে বাইরে নিয়ে আসছে।’
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুন লাগার কয়েকদিনের ব্যবধানে এবার নিউ ইয়র্কে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনা ঘটল। ফিলাডেলফিয়ায় ওই আগুনে আট শিশুসহ ১২ জনের মৃত্যু হয়।
জেন