রাজশাহীতে রানা (৩২) নামের এক যুবককে ধরে তার দেহো তল্লাশি করার সময় তার কাছে কিছু না পাওয়াই তাকে হ্যানকাপ দিয়ে কপালে আঘাত করে মহর নগর ডিবি’র এসঅই জুবায়ের। এতে রানার কপাল ফেটে রক্তাক্ত জখম হয়। রানা মিজানের মোড় মতিহার থানাধীণ মৃত মিনুর ছেলে। এই ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরে এসঅই জুবায়েরকে এলাকাবাসি ঘিড়ে ধরে। বর্তমানে আহত রানা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ নং ওয়ার্ডে ভর্তি রয়েছে। এই ঘটনার অনুসন্ধান টিমের কাছে অস্বীকার করেছেন এসআই জুবায়ের। এ ব্যাপারে মহানগর ডিবি উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সাথে
https://www.youtube.com/watch?v=whMAsdjHHmI
যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে সাংবাদিক মোজাম্মেল বাবুর প্রশ্নের জবাবে তিনি বলেন,সবাই জানেন তো আমাকে ফোন করেছেন কেন? এসআই জুবায়ের সহ আরো অনেক ডিবি’র কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। গণমাধ্যমকে উপ-পুলিশ কমিশনার আরিফিন জুয়েল বলেছিলেন এদের বিরুদ্ধে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
বিএ