উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, আরটিজেএ সভাপতির পদবী ব্যবহার করে জনাব মেহেদী হাসান শ্যামল আমার সদস্যপদ বাতিল করা হয়েছে মর্মে সংগঠনের সকল সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমে বার্তা পাঠিয়েছেন যা উদ্দেশ্যপ্রণেদিত ও নিজের অপকর্ম ঢাকার অপকৌশল বলে মনে হয়েছে। এর আগে তার বিরুদ্ধে সংগঠনের নামে করোনা সহায়তার সরকারি চাল উত্তোলন করে তা আত্মসাতের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। যার কোনো প্রতিবাদ তিনি জানাননি। ফলে নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতভাবে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্নের ঘটনায় গঠনতন্ত্রের ৮ এর ‘গ’ ধারায় জনাব মেহেদী হাসান শ্যামলের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটি সম্প্রতি তাদের প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদনে তার বিরুদ্ধে করোনাকালে সরকারি চাল আত্মসাতের প্রমাণ মিলেছে। যেহেতু মেহেদী হাসান শ্যামলের বিরুদ্ধে আণীত অভিযোগ তদন্ত
কমিটির প্রতিবেদনে প্রমাণিত হয়েছে, এরফলে গঠনতন্ত্রের ৮ এর ‘গ’ ধারা লংঘিত হওয়ায় জনাব মেহেদী হাসান শ্যামলের সদস্যপদ বাতিল হয়েছে। সেহেতু জনাব মেহেদী হাসান শ্যামল সংগঠনের কোন সভা আহবান করার ক্ষমতা রাখেন না এবং সংগঠনের পক্ষে কোন বিবৃতি দিতে পারেন না। এরপরও সংগঠনের বৃহত্তর স্বার্থে তদন্ত কমিটির প্রতিবেদনটি হাতে পাওয়ার পর আমি নির্বাহী কমিটির সভা ডাকার জন্য জনাব মেহেদী হাসান শ্যামলের অনুমতি চাইলে তিনি জরুরি কাজে ঢাকায় অবস্থান
করবেন জানিয়েছে উক্ত সভা আহবানের অনুমতি দেননি। (এর তথ্য ও প্রমাণ সাধারন সভায় সকল সদস্যদের কাছে উপস্থাপন করা হবে)। ফলে ওই সভা করা সম্ভব হয়নি। এতে করে তদন্ত প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে কার্যনির্বাহী কমিটির সভায় উত্থাপন করা আদৌ সম্ভব হয়নি। এরপর তদন্ত প্রতিবেদনটির কপি নির্বাহী কমিটির কয়েকজন সদস্যদের দেখানো ও পড়ানো হয়। এতে করে মেহেদী হাসান শ্যামল জানতে পারেন, তার কর্মকাণ্ড সংগঠন বিরোধী। ফলে তিনি নিজেকে বাঁচাতে নানা তৎপরতা শুরু করেন।
এরই অংশ হিসেবে তিনি আমার সদস্যপদ বাতিল সংক্রান্ত বার্তা সংগঠনের সকল সদস্যসহ গণমাধ্যমে পাঠিয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্নের তৎপরতা চালিয়েছেন। এনিয়ে সদস্যদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করছি। শিগগিরই সাধারণ সভা ডেকে এ সংক্রান্ত তৎপরতার প্রয়োজনীয় জবাব/তথ্যপ্রমাণ উপস্থাপন করবো। সদস্যদের ঐক্যবব্ধ থাকার অনুরোধ জানাচ্ছি। সেইসঙ্গে যারা সংগঠনের ভাবমূর্তি নষ্টের চক্রান্ত করছেন তাদের বিষয়ে সজাগ থাকার অনুরোধ করছি।
বার্তা প্রেরক
মাইনুল হাসান জনি
সাধারন সম্পাদক
রাজশাহী টেলিভিশন
জার্নালিস্ট এসোসিয়েশন
০১৭১৪৪৬১৪২৪