মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন

নিজের সিনেমা দেখতে বোরকা পরে হলে নায়িকা!

বিনোদন প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

দর্শক সারিতে বসে নিজের সিনেমা দেখতে বোরখা পরে প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘শ্যাম সিংহ রায়’ সিনেমার শো’র আগে হায়দরাবাদের শ্রী রামলুলু সিনেমা হলের সামনে থেকে তার একটি ভিডিও টুইটারে ছড়িয়ে পড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জি নিউজ।

সেই ভিডিওতে দেখা গেছে, সিনেমা হলের ভেতরে গিয়ে সাধারণ দর্শকদের পাশে বসে সিনেমাটি উপভোগ করেছেন তিনি; সিনেমায় তার নৃত্যের দৃশ্য দেখে দর্শকদের হুল্লোড় করছেন।

পুরো সিনেমা চলাকালে হলে বসে থাকলেও কেউ তাকে চিনতে পারেনি; সিনেমা শেষে নিজের বাহনে বাসায় ফিরেছেন ‘প্রেমাম’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসা এ অভিনেত্রী। রাহুল সংকৃতায়ন পরিচালনায় এ সিনেমায় শ্যাম সিংহ রায়ের ভূমিকায় অভিনয় করেছেন ন্যানি; সাই পল্লবী অভিনয় করেছেন রসি নামে এক বাঙালি নারীর ভূমিকায়।

২৪ ডিসেম্বর ভারতজুড়ে সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া পড়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে এসেছে।
২০০৫ সালে শিশু শিল্পী হিসেবে তামিল সিনেমা ‘কস্তুরি মান’-এর মধ্য দিয়ে অভিষেক হয় সাই পল্লবীর; যিনি চিকিৎসা বিদ্যায় পড়াশোনা শেষে সুপারহিট মালালায়াম সিনেমা ‘প্রেমাম’-এ মালার চরিত্রে অভিনয় করে আলোচনায় উঠে আসেন।

‘কালি’, ‘ফিদা’, ‘আথিরান’, ‘লাভ স্টোরি’সহ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পান সাই; যিনি একজন পেশাদার নৃত্যশিল্পীও।

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..