মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৪ পূর্বাহ্ন

মিষ্টি মুখে ২০২২-কে স্বাগত জানালেন নুসরত

বিনোদন প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

২০২১ সালজুড়ে বিতর্ক পিছু ছাড়েনি। তবে নিন্দকদের পাত্তা কোনওদিনই দেন না নুসরত জাহান। নতুন বছরকে বরণ করে নিতে সহবাস সঙ্গী যশ দাশগুপ্তের হাত ধরে গোয়ায় উড়ে দিয়েছেন নায়িকা। নতুন বছর উদযাপনের নানান মুহূর্ত উঠে আসছে যশ-নুসরতের সোশ্যাল মিডিয়ায় দেওয়ালে। নুসরত-নিখিলের বিয়েকে আগেই অবৈধ বলে জানিয়েছে আদালত, অন্যদিকে

ইনস্টাগ্রামে যশকে নিজের স্বামী বলেই দাবি করেছেন নুসরত। সব মিলিয়ে যশরতের মাখোমাখো রোম্যান্স এখন খুল্লমখুল্লা।
২৬শে অগস্ট পুত্র সন্তানের মা হওয়ার নুসরত জাহান সদর্পে ঘোষণা করেছেন তাঁর সন্তানের পিতা যশ দাশগুপ্ত। সন্তান, সংসার সঙ্গে কেরিয়ার- সবটা ব্যালেন্স করতে করতে একটু হাঁফিয়ে উঠেছিলেন বসিরহাটের তারকা সাংসদ। তাই তো একটু মন খুলে বাঁচতে তিনি গোয়ায় পৌঁছেছেন।

এই মুহূর্তে তাজ ফোর্ট আগুয়াডা রিসর্ট অ্যান্ড স্পা-তে সময় কাটাচ্ছেন যশরত। বছরের শুরুটা একদম মিষ্টি মুখে করলেন নুসরত। গোলাপি কাঁধকাটা গাউনে সেক্সি লুকে লেন্সবন্দি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নুসরত। সেখানে তাঁর হাত ভর্তি নানা রকমের ডেজার্ট। একটা হাতে রয়েছে থালাভর্তি কেক, পেস্ট্রি-সহ কত্ত কী! অন্য হাতে চকোলেট মুজ-এর গ্লাস ধরে রয়েছেন নুসরত।

এই ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘শুরুটা করলাম মিষ্টি মুখে’। এমনতি নিজের ফিটনেসের ব্যাপারে খুব সচেতন নুসরত। মা হওয়ার পরেও শরীরে কোনও পরিবর্তন হয়নি নুসরতের। একইরকম তন্বী তিনি। কিন্তু বছরের শুরুতে ডায়েট ভুলেছেন নুসরত। শনিবার দুপুরেও গোয়ানিজ থালি চেটেপুটে খেয়েছেন অভিনেত্রী। মেনুতে ছিল ভাত, ফিশ ফ্রাই, ডাল, চিংড়ি মাছ, মাংস, পাপড়। বোঝা যাচ্ছে এমনিতেই যত খেয়াল রাখুক ডায়েটে, নতুন বছরের শুরুটা ঘুরতে আসার আনন্দে সেসব শিকেয় তুলেছেন ঈশানে মা-বাবা। আনন্দ করছেন মন খুলে।

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..