মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন

নতুন প্রধান বিচারপতি হলেন হাসান ফয়েজ সিদ্দিকী

অনুসন্ধান ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি অনুমোদন দেন। দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারক বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি অনুমোদন দেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন। আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেন।

দেশের ২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের শেষ কর্মদিবস ছিল বৃহস্পতিবার। আজ তার ৬৭ বছর পূর্ণ হলো।

সংবিধান অনুযায়ী নতুন প্রধান বিচারপতি নিয়োগে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি। দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে কে নিয়োগ পাচ্ছেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল।

আইনজীবীদের মধ্যে অনেকেই মনে করেছেন জ্যেষ্ঠতা এবং যোগ্যতা অনুযায়ী পরবর্তী প্রধান বিচারপতি হতে পারেন বিচারপতি ইমান আলী, তবে কেউ কেউ মনে করেছিলেন, সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে পরবর্তী প্রধান বিচারপতি করা হতে পারে।

আইনজীবীরা বলেছিলেন, আপিল বিভাগে চার বিচারপতির তিনজনেরই অবসরের মেয়াদ ২০২৩ সালের মধ্যে। এ ক্ষেত্রে একটু বেশি সময় পাবেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..