রাজশাহীতে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামী হলো কুমিল্লা জেলার তিতাস থানার কেশবপুর গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে কাউছার আহম্মেদ(২৩)।
গত ২৮ ডিসেম্বর রাত পৌনে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে বোয়ালিয়া মডেল থানার তালাইমারী শহীদ মিনার এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম তালাইমারী শহীদ মিনার এলাকা হতে আসামী মিজানুরকে আটক করে। এসময় আসামীর কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিএ