মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন

ট্রেনের ধাক্কা, নারায়ণগঞ্জে বাসের ২ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে বেশ কয়েকজন। রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জ শহরের এক নম্বর রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬ টার দিকে এক নম্বর রেলগেট এলাকায় রেললাইনের ওপরে আনন্দ পরিবহনের একটি বাস ছিল। ঢাকা থেকে আসা ট্রেনটি সেন্ট্রাল স্টেশনে প্রবেশের সময় প্রচণ্ড যানজটের কারণে বাসটি আর সরতে পারেনি। ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুইজন মারা গেছেন।

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..