মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন

‘ধর্ম সংসদ’ বিতর্কে উত্তাল উত্তরাখণ্ড, গর্জে উঠলেন প্রিয়াঙ্কা গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১

উত্তরাখণ্ডে সদ্য সমাপ্ত ধর্ম সংসদ নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। এই ইস্যুতে এদিন মুখ খোলেন প্রিয়াঙ্কা গান্ধী।
হরিদ্বারে সদ্য সমাপ্ত হওয়া ‘ধর্ম সংসদ’ ঘিরে রীতিমতো তোলপাড় উত্তরাখণ্ড। ডিসেম্বরের ১৭ থেকে ১৯ তারিখ পর্যন্ত চলে এই ধর্মসংসদ। আর তা শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে অনুষ্ঠানের একটি ভিডিয়ো ক্লিপ (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ঘিরে তুঙ্গে ওঠে বিতর্ক। এই ভিডিয়ো ক্লিপে দুই বক্তাকে সংখ্য়ালঘু সম্প্রদায় সম্পর্কে কিছু বিতর্কিত মন্তব্য করতে দেখা যায়। এছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়েও আপত্তিকর মন্তব্য উঠে আসে ওই ভিডিয়োতে। ঘটনা ঘিরে উত্তরাখণ্ডের রাজনীতি তোলপাড় হতেই এদিন গর্জে ওঠেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

ইতিমধ্যেই ধর্ম সংসদ ঘিরে অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও খবর রয়েছে পুলিশ সূত্রে। এই পরিস্থিতিতে এই বিতর্ক ঘিরে মুখ খুলেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা। তিনি দাবি করেন,যাঁরা হিংসায় উস্কানি দিচ্ছেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে তাঁর দাবি, এমন ধরনের ঘটনা সংবিধান বিরোধী। প্রসঙ্গত, যে ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে, এক বক্তা বলছেন, উত্তরাখণ্ডের যে হোটেলে বড়দিন পালিত হবে, সেখানে ভাঙচুর চালানো হবে।

আবার ওই একই ভিডিয়োতে অপর এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিরদ্ধে। সংখ্যালঘু প্রসঙ্গ তুলে সেই ভিডিয়োতে বক্তা নিজেকে নাথুরাম গডসের সঙ্গে তুলনা করেছেন। অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে টার্গেট করে বক্তব্য রাখেন। বিষয়টি নিয়ে উত্তরাখণ্ডের চর্চিত কংগ্রেস নেতা হরিশ রাওয়াতকে প্রশ্ন করা হলে, তিনি বৃহস্পতিবার জানিয়েছেন, এই বিষয়ে কংগ্রেসের তরফে কোন ব্যবস্থা নেওয়া হবে, তা ঠিক হবে দলীয় বৈঠকে।

এদিকে, এই বিতর্কিত ভিডিয়ো নিয়ে ইতিমধ্যেই জিতেন্দ্র ত্যাগীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, এই জিতেন্দ্র ত্যাগী ধর্ম পরিবর্তনের আগে ওয়াসিম রিজভি হিসাবে পরিচিত ছিলেন। তিনি এর আগে উত্তর প্রদেশে শিয়া ওয়াকফ বোর্ডের প্রধান ছিলেন। উল্লেখ্য, হরিদ্বারের বেদ নিকেতনে আয়োজিত ধর্ম সংসদে জিতেন্দ্র ত্যাগীর ও তাঁর সঙ্গীদেক বক্তব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এর ‘A’ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, উত্তরাখণ্ড পুলিশের ডিরেক্টর জেনারেল অশোক কুমার জানিয়েছেন, এমন বিদ্বেষমূলক বক্তব্যকে কোনও মতেই সহ্য করা হবে না। তিনি বলেন, ‘আইন অনুযায়ী আমরা তদন্ত করব। তবে এমন ঘটনা মেনে নেওয়া হবে না।’ প্রিয়াঙ্কা গান্ধী তাঁর টুইট বার্তায় লেখেন, ‘আমাদের শ্রদ্ধেয় প্রাক্তন প্রধানমন্ত্রীকে খুন করার এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে হিংসতা চালানোর খোলাখুলি বার্তা যারা দিল, তারা ছাড় পেয়ে যাচ্ছে, এটা লজ্জাজনক।’

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..