মমতা বলেন, ‘কে কেমন কাজ করছেন, তার রিপোর্ট নেওয়া হবে। ভালো ভাবে কাজ করুন, আপনারও ভালো হবে।’
‘এক ব্যক্তি, এক পদ’-এর ঘোষণা করেও মন্ত্রী ফিরহাদ হাকিমকে মেয়র করা হয়েছে কলকাতার। আর ফিরহাদকে কলকাতার মহানাগরিক হিসেবে বেছে নেওয়ার দিনই তৃণমূল সুপ্রিমো জয়ী কাউন্সিলরদের উদ্দেশে জানিয়ে দিলেন, দলে কোনও লবি নেই। জানালেন, ভালো কাজ করলে তা নজর এড়িয়ে যাবে না শীর্ষ নেতৃত্বের। মমতা বলেন, ‘কে কেমন কাজ করছেন, তার রিপোর্ট নেওয়া হবে। ভালো ভাবে কাজ করুন, আপনারও ভালো হবে।’
১৪৪টির মধ্যে ১৩৪টি ওয়ার্ডে জিতে কলকাতায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে তৃণমূল কংগ্রেস। আর সেই জয়ের পরই বৃহস্পতিবার কলকাতার পুরবোর্ড গঠন করতে বৈঠকে বসেছইলেন তৃণমূল সুপ্রিমো। সেখানে কাউন্সিলরদের মাথা নিচু করে বিনয়ী হয়ে কাজ করার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী দলীয় কাউন্সিলরদের বলেন, ‘দলের উপর আস্থা রাখুন, হবে। এখানে কারোর কোনও ব্যক্তিগত লবি নেই। দলে একটাই লবি, আর তা হল জোড়াফুল। যাঁরা ঠিক ভাবে কাজ করবেন না, তাঁদের বিষয়ে দল সিদ্ধান্ত নেবে।’
নতুনদের প্রতি বিশেষ বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ভাল কাজ করতে হবে। কাউন্সিলরদের কাজ সহজ নয়। অভিজ্ঞতার দরকার হয়। সেই অভিজ্ঞতা অর্জন করতে হবে।’ উল্লেখ্য, এবার তৃণমূল ৪০ জন নতুন মুখকে ভোটের লড়াইতে দাঁড় করিয়েছিল। তৃণমূল নেতা মন্ত্রীদের পরবর্তী প্রজন্মের অনেকেই এবার টিকিট পেয়েছেন। নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজার মেয়ে পূজা, নগরোন্নয়ন প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ, বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ আহমেদ খানের ছেলে ফৈয়াজ এবার তৃণমূলের টিকিটে জিতে কাউন্সিলর হয়েছেন। প্রয়াত বাম নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরাও এবার তৃণমূলের কাউন্সিলর।