মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন

ডিবি’র অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

রাজশাহী মহানগরীতে পৃথক দুটি অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  গত ২০ ডিসেম্বর সোমবার বিকেল ৪ টায় এসআই মোঃ রবিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বেলপুকুর থানার ভাংড়া পশ্চিমপাড়া এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ঐ টিম অভিযান পরিচালনা করে গাঁজা বিক্রেতা মোঃ মাহাফুজুর রহমান মাফু (৩৬)কে ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।

একই দিন ডিবি পুলিশের অপর টিম বিকেল ৫ টায় এসআই মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে  অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট থানার শিয়ালবেড় এলাকা হতে তিন মাদক ব্যবসায়ীকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীরা হলো মোঃ সোহেল রানা (৩২), মোঃ শাকিল আহম্মেদ (৩০) ও মোঃ আল-আমিন (২৫)।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..