মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন

রাজশাহীতে আ”লীগ নেতা বদি দল থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

রাজশাহীর পুঠিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বদিউজ্জামান বদিকে আওয়ামীলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় তাকে দল বহিষ্কার করা হয়।

সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল মালেক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির নির্দেশ মোতাবেক ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় দলের গঠনতন্ত্রের ৪৭/১১ ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দলীয়

পদে থেকে যাঁরা নৌকার বিরুদ্ধে অন্য প্রার্থীর পক্ষে কাজ করছেন, তাঁদের সর্তক করা হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, বেলপুকুরিয়া ইউনিয়ন (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে রাজিবুল ইসলাম রাজিবকে মনোনয়ন দিলে বর্তমান চেয়ারম্যান ও বেলপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান বদি ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএ/

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..