মহান বিজয় দিবস উপলক্ষে বৃহষ্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের কেন্দ্রীয় ও মহানগর উত্তরের নেতৃবৃন্দ।
জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ শরিফ খান সাংবাদিকদের বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সমস্ত ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে জাতির পিতার স্বপ্নের ঠিকানায় দেশকে আমরা পৌঁছাতে পারব।
তিনি আরো বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, সেই অপশক্তি এবং তাদের দোসরেরা এখনও সক্রিয় রয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমস্ত ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে সমন্ত অপশক্তিকে পদদলিত করে, প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলে জাতির পিতার স্বপ্নের ঠিকানায় দেশকে আমরা পৌঁছাতে পারব।
জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কেন্দ্রীয় সহ সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম লিটু, মোঃ বাশারুল ইসলাম বাশার, মহিলা সম্পাদিকা পপি, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এম.মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শ্রাবণ, সহ সম্পাদক শফিকুল ইসলাম, দারুসসালাম থানার আহবায়ক জুয়েল বেপারী, যুগ্ম আহবায়ক নুরইসলাম,মোঃ মিজান,সদস্য সচিব মোঃ জাকির, কাফরুল থানার আহবায়ক মোঃ সোহেল সহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী।
বিএ