আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে (বাদ আসর) থানা মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।
ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, ওবায়দুল কাদের একজন বীর মুক্তিযোদ্ধা এবং এ এলাকার কৃতি সন্তান (কোম্পানীগঞ্জ)। তিনি অসুস্থ হয়ে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন। তার সুস্থতা কামনায় থানার পক্ষ থেকে এ দোয়ার আয়োজন করেছি।
দোয়া অনুষ্ঠানে ওসি মো. সাজ্জাদ রোমন ছাড়াও থানার অফিসার ও কনস্টেবলরা উপস্থিত ছিলেন। এতে দোয়া পরিচালনা করেন থানা মসজিদের ইমাম মাওলানা মো. আবুল হাসেম।
এর আগে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বুকে ব্যথা নিয়ে বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের। তিনি হৃদরোগ বিভাগের অধ্যাপক ফজলুর রহমানের অধীনে ৩১২ নম্বর কেবিনে আছেন।
তখন বিএসএমএমইউ’র হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা জামান জানান, ওবায়দুল কাদের আগে থেকেই হৃদরোগজনিত সমস্যায় ভুগছেন। বর্তমানে ফুসফুসে পানি জমে শ্বাসকষ্ট ও কাশি হচ্ছে। এছাড়া তিনি কিডনি সমস্যায় (একিউট কিডনি ইনজুরি) ভুগছেন।
এদিকে ওবায়দুল কাদেরের সুস্থতায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তার ছোটভাই মো. শাহাদাত হোসেন।
বিএ