মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন

খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে প্রধানমন্ত্রীকে অস্ট্রেলীয় এমপির চিঠি

অনুসন্ধান ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য আবিগেল বয়েড। সোমবার (১৩ ডিসেম্বর) এ চিঠি লেখেন তিনি।

চিঠিতে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান বয়েড।

চিঠিতে তিনি লেখেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়োজনীয় চিকিৎসার বিষয়ে মানবিক পদক্ষেপ নিতে বাংলাদেশের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী হিসেবে আপনার প্রতি অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সদস্য হিসেবে আমরা আহ্বান জানাচ্ছি।’

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিশীল পরিস্থিতি সবার জ্ঞাত উল্লেখ করে বয়েড লেখেন, খালেদা জিয়ার পরিবারের আবেদন মঞ্জুর এবং তাকে বিদেশে জরুরি চিকিৎসাসেবা নেওয়ার অনুমতি দিতে আপনার (শেখ হাসিনা) প্রতি আমরা আবেদন জানাচ্ছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, যদি বন্দি অবস্থায় তিনি (খালেদা জিয়া) মারা যান, তাহলে সেটা ব্যক্তিগতভাবে খালেদা জিয়ার জন্য এবং তার পরিবারের জন্য ট্র্যাজেডি হয়ে থাকবে। অনুগ্রহ করে খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা পাওয়ার অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করুন।

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..