সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ৫৩ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মোস্তাফিজুর রহমান।
আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার মানিকপুর গ্রামের মনির হোসেন (৩৫) একই গ্রামের শাহজালাল (২০) ও জামালপুর জেলার জামিয়ার পাড় গ্রামের সুমন মিয়া (২৬) ও হাজরা বাড়ি গ্রামের ছামিউল হক (৩৮)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৩ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের এর একটি দল তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় অভিযান চালায়। এ সময় ৫৩ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে আটক করা হয়। মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত একটি ট্রাকও অভিযানের সময় জব্দ করে র্যাব সদস্যরা। আটককৃতদের বিরুদ্ধে তাড়াশ থানায় মামলা হয়েছে।
বিএ,