মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন ট্রলিচালক ও সাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১২ ডিসেম্বর) সকালে ও সন্ধ্যায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতদের একজন ট্রলিচালক শিবগঞ্জ উপজেলার জালমাছমারি এলাকার মৃত রুস্তম আলীর ছেলে আমিনুল ইসলাম (৪৮)। আরেকজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।  মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের রানিহাটি বাজারে রাস্তা পারাপারের ট্রাকের চাপায় এক সাইকেল আরোহী নিহত হয়। সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা পাথরবোঝাই ট্রাকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির কোমর থেকে মাথা পর্যন্ত বিকৃত হয়ে যাওয়ায় তার নাম-পরিচয় জানা যায়নি।

অন্যদিকে একই দিন সকালে উপজেলার পিঠালীতলায় নিজের ট্রলি নিয়ে ক্ষেতে যাচ্ছিলেন আমিনুল ইসলাম। যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি থেকে ছিটকে পড়েন তিনি। এ সময় বুকে আঘাত লাগায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, স্থানীয়দের সহায়তায় পুলিশ ট্রাকটিকে দুর্ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে আটক করে। তবে চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। সকালের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..