সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন

সুনামগঞ্জের দিরাই সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে নাবিল-উমেদ আলী

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

সুনামগঞ্জের দিরাই সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১০ ডিসেম্বর) সংগঠনের সদস্যদের নিয়ে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর।

সভায় সর্বসম্মতিক্রমে ইফতেখার মো. নাবিল চৌধুরীকে সভাপতি ও এস এম উমেদ আলীকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ১১ সদস্যের দিরাই সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- কোষাধ্যক্ষ জয়ন্ত কুমার দাস, দফতর সম্পাদক মুক্তার হোসেন, নির্বাহী সদস্য সামছুল ইসলাম সরদার খেজুর, মুজাহিদুল ইসলাম সর্দার, সৈদুর রহমান তালুকদার, রুহুল আমিন, অশোক তালুকদার অপু, সালমান মিয়া ও মোশাররফ হোসাইন।

সভায় দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য কাজ করবে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল দিরাই সাংবাদিক ইউনিয়ন। আগামী এক বছর নতুন কমিটির মাধ্যমে এই সংগঠন এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..