বলিউড থেকে টলিউডের অনেকেই ছুটি কাটাতে উড়ে যান মালদ্বীপে। এবার নিজেদের অবসর সময়টা প্যাটিনায় কাটাচ্ছেন অর্জুন কাপুর ও মালাইকা অরোরা।
প্রতিদিন এই জুটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন নানা ধরনের ছবি। অর্জুনের বিচ এবং পুল সাইড সবসময়ই পছন্দ, তাই তাদের পছন্দের তালিকায় প্যাটিনা থাকবে সেটা জানাই। তবে সেখানের একদিনের ভাড়া প্রায় সাড়ে তিন লাখ! জানা গেছের সবচেয়ে কম দামি ঘরটির ভাড়াও ২ লাখের কাছাকাছি। তার সঙ্গেই অবাক করা মনোরম পরিবেশ।
যদিও মালাইকা ও অর্জুন কোন ভিলায় থাকছেন সেটি নিয়ে সঠিক কোনও তথ্য এখনও মেলেনি। ইনস্টাগ্রাম স্টোরি থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট – ভিন্ন ছবি তাদের অনুরাগীদের উদ্দেশে শেয়ার করছেন দুজনেই।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস