মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫১ পূর্বাহ্ন

বিকাশকর্মী‌র পথ‌রোধ ক‌রে প্রায় ৩ লাখ টাকা ছিনতাই

মাদারীপুর, প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

মাদারীপু‌রের শিবচ‌রে মাহাবুবুর রহমান (২৭) না‌মের এক বিকাশকর্মী‌র পথ‌রোধ ক‌রে প্রায় ৩ লাখ টাকা ছিনতাই ক‌রে নি‌য়ে গে‌ছে ছিনতাইকারীরা। এ সময় তাকে পি‌টি‌য়ে জখম ক‌রে তারা। পরে তাকে উদ্ধার করে শিবচর উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

রোববার (৫ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে উপ‌জেলার বহেরাতলা দ‌ক্ষিণ ইউ‌নিয়‌নের সিঙ্গাপুর মোড় এলাকার জোড়া ব্রিজে ছিনতাইয়ের ঘটনা‌টি ঘ‌টে।

আহত মাহাবুবুর রহমান শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটা এলাকার কুদ্দুস বেপারী ছেলে। আহত বিকাশকর্মী ও পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, রোববার দুপু‌রে মাহাবুবুর রহমান শিবচর থে‌কে সিঙ্গাপুর মোড় এলাকায় যা‌চ্ছিলেন। প‌থে সিঙ্গাপুর মোড়ের কিছু দূ‌রে জোড়া ব্রীজ এলাকায় গেলে ছিনতাইকারীরা তার পথ‌রোধ ক‌রে। পরে তাকে পি‌টি‌য়ে গুরুতর আহত ক‌রে। এ সময় তার হা‌তে থাকা টাকার ব‌্যাগ কে‌ড়ে নি‌য়ে মোটরসাই‌কেল‌যোগে পা‌লি‌য়ে যায় ছিনতাইকারীরা। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্বার করে শিবচর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি ক‌রে।

মাহাবুবুর রহমান বলেন, দুপুরে আমি সিঙ্গাপুর এলাকায় গেলে কয়েকজন আমার গতিরোধ করে। আমাকে মারধর শুরু করে। তখন আরও দুই তিনজন এসে আমার হাতে থাকা ব্যাগ কেড়ে নিয়ে দ্রুত সটকে পড়ে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হয়। আহত বিকাশকর্মী‌কে শিবচর হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন আছে।

বিএ

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..