মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৫ পূর্বাহ্ন

খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ আইনে খতিয়ে দেখা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার কোনো সুযোগ আইনে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (৫ ডিসেম্বর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার বিষয়ে এর আগের আবেদন দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করেছিলেন। কিন্তু বর্তমানে তার শারীরিক অবস্থা আরও খারাপ। এখনও আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত দিচ্ছেন না। তার পেছনের কারণ কী জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘প্রথম কথা, আমি আপনাদেরকে যেটা বলবো, যেটা আপনারা বলছেন যে, পড়ে রয়েছে। আসলে এটা পড়ে থাকেনি। কথাটা হচ্ছে— এর আগের দু’বার প্রত্যাখান হয়েছিল এবং আইনিভাবেই করা হয়েছিল। এখন অনেক পক্ষ থেকেই আবেদন এসেছে। আইনের কোনো ফাঁক, উপায় আছে কি না? সার্বিক দিক বিবেচনা করার পরেই এটার মনে হয় সিদ্ধান্ত আসা উচিত।’

তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, সবসময় প্রধানমন্ত্রী মানবিক দিক দেখেছেন। আমাদের কথা হচ্ছে— আইনের যেন কোনো ব্যত্যয় না হয়। আইন যেন সঠিকভাবে, আগে যেরকম করা হয়েছিল, সেইভাবেই সেটাই সঠিক। কিন্তু এবার যখন অনেক আবেদন এসেছে, আইনজীবীদের থেকেও আবেদনে এসেছে। সে জন্যই ভেবে কিছু করা যায় কি না, সবদিক দেখেই এটার একটা সুচিন্তিত সিদ্ধান্তে আসাটা আমার মনে হয় সমীচীন। সে জন্যে আমরা একটু সময় নিয়েছি।’

জেএন

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..