সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:০০ অপরাহ্ন

ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

কুমিল্লার মুরাদনগরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার দারো ইউনিয়নের পালাসুতা গ্রামে এ ঘটনা ঘটে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হিরার কান্দা গ্রাম থেকে মাইকে ঘোষণা দেওয়া হয় বিভিন্ন স্থানে গণডাকাতি হচ্ছে। এ খবরে গ্রামবাসী সর্তক অবস্থানে থাকে। একপর্যায়ে পালাসুতা গ্রামে একটি মাহফিলের মাইক থেকে ঘোষণা দেওয়া হয় গ্রামে ডাকাত ঢুকেছে। পরে স্থানীয়রা নাবুমিয়ার বাড়িতে আশ্রয় নেওয়া বহিরাগত তিন যুবককে আটক করে গণপিটুনি দিলে তারা গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ তিনজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দুজনকে মৃত ঘোষণা করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

জেএন

শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..